দুনিয়াটা একটা নাট্যমঞ্চ, জীবন্ত থিয়েটার
মানুষ অভিনয় করে নির্ধারিত সময় পর্যন্ত
পাওয়া কিংবা না পাওয়ার অভিনয়
সুখের অভিনয়, ভালো থাকার অভিনয়।


ধনী কিংবা গরীব সকলেই অভিনয় করে
কেউবা আড়াল করে না পাওয়ার বেদনা
কেউবা আড়াল করে পাওয়ার যন্ত্রণাকে
আর সাফল্যরা সর্বদাই অভিনয়ের উর্দ্ধে।


সফল কারা? সম্পদ প্রাচুর্য্যে সাফল্য নেই
ভালো কাজ আর ইহকালে হৃদয়ের প্রশান্তি
পরকালে মুক্তির পাথেয়, এরাই সফল
প্রাপ্তি কখনোই সাফল্যের মাপকাঠি নয়।
         ..........****.........


রচনাকালঃ ০৩/১০/২০২১ খ্রিঃ